অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় জনসচেতনা সৃষ্টিতে মাঠে নেমেছে পুলিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:০৬

remove_red_eye

৮০০


বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রানঘাতী ‘করনো ভাইরাস’ সম্পর্কে জনসচেততা সৃষ্টির লক্ষ্যে ভোলায় মাঠে নেমেছে জেলা পুলিশ।  রবিবার (২২ মার্চ) দুপুরে পুলিশ সুপার সরকার মো. কায়সারের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের চকবাজার, নতুন বাজার ও সদর রোডসহ বিভন্ন পয়েন্টে লিফলেট বিতরন করেছে।
করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় ও হাতধোয়াসহ নানা বিষয়ে জনগনকে সচেতন করেন পুলিশ সুপার।এ সময় তিনি বলেন, করোন ভাইরাস সম্পর্কে সচেতন করতে রিক্সাচালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে লিটলেট বিতর করা হয়।
এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব থানায় হ্যান্ড ওয়াস কার্যক্রম চালুর করা হয়েছে। প্রবাসীরা যাতে হোম কোরেন্টিনে থাকে সে বিষয়ের প্রতিও নজরদারি রয়েছে পুলিশের।