অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বসত ঘরে ডাকাতি কুপিয়ে ২২ ভরি স্বর্ণালংকার ও  ৪ লক্ষাধিক টাকা লুট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১০

remove_red_eye

৫৩৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলার বোরহানউদ্দিনে রাতের আধারে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় গৃহকর্তা নুরে আলম শিপনকে কুপিয়ে গুরুতর জখম করে তার ঘরে থাকা ২২ ভরি স্বর্ণ ও ৪ লক্ষাধিক নগদ অর্থ লুট করে ডাকাত দলের সদস্যরা।  শনিবার ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন শানু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।  আহত অবস্থায় গৃহকর্তা শিপনকে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে  ভর্তি করা হয়।পরে বোরহানউদ্দিন মডেল থানায় শিপন নিজে বাদী হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেন।    আহত শিপন জানান, শনিবার রাত ২ টায় মুখে গামছা প্যাঁচানো ৮-১০ জনের একটি ডাকাত দল তার বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারাঁ শিপনের মুখে টর্চলাইটের আলো ধরে রাখে।এরপর হঠাৎ   ডাকাত দল তাকে মারাত্মকভাবে  পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ডাকাতদল ঘরে থাকা নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা ও ২২ ভরি ওজনের  স্বর্ণালংকার সহ ৩ টি স্মার্ট মোবাইল ফোন ও বাসার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।    বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় ভিক্টিম শিপন বাদী হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেছে।তদন্ত চলমান।তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।   অন্যদিকে রবিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় বোরহানউদ্দিন মডেল থানায় অজ্ঞাত নামা আসামি করে একটি ডাকাতি মামলা করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।