অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় কোচিং সেন্টার পরিচালনা করায় ১ শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:০৩

remove_red_eye

৭১১




বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় কোচিং সেন্টার পরিচালনা করায় মো. বায়জিদ নামের এক হাইস্কুল শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, রবিবার বেলা ১২ টায় ভোলা সদর উপজেলার পৌরসভার ওয়েষ্টার্ণপাড়া সাগর বেকারী এলাকায় কনফিডেন্স ক্রিয়েটিভ একাডেমি নামের কোচিং সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ১৫জন শিক্ষার্থীসহ কোচিং করা অবস্থায় শিক্ষক মো. বায়জিদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালিতের মাধ্যমে তাকে ৭দিনের কারাদণ্ড দেয়া হয়। আর শিক্ষার্থীদের সর্তক করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।