অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


ভোলায় মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:১৭

remove_red_eye

১৩৪

এইচ আর সুমন :  ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সাজেদা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির আয়বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহাজাদী ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। প্রধান বক্তা ছিলেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি খালেদা খানম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইশরাত জাহান বনি, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার,সহ জেলা মহিলা দলের সকল পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তারা র‌্যালি করেন।