বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০১৯ রাত ১২:০৬
৭৮৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপজেলা ভোলায় শনিবার সকাল রাত ১১ টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও হালকা বাতাস হয়েছে। ভোলার দুর্গম চরের মানুষ ঘূর্ণিঝড় বুলবুল আতংক আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। রাত ৯ টার দিকে লালমোহন ও চরফ্যাসনে ঘুর্ণিঝড়ে ১৫ ঘর বিধ্বস্থ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক।
স্থানীয়রা জানান, রাত ৯ টার পর লালমোহন উপজেলার লডহাডিঞ্জ ইউনিয়নের পিয়ারি মোহন গ্রামে হঠাৎ করে ঘুর্নিবাতাসে ৮টি ঘর বিধ্বস্ত হয়। এতে ঘরে চাপা পড়ে সাজেদা বেগম,তারেক,আরিফ,শরিফ,মোস্তাফিজসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতরদেরকে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে তারেকের অবস্থা আশংক জনক । লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, ঘুর্ণিঝড়ে লালমোহনে লডহার্ডিঞ্জ ইউনিয়নে ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জন চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গজারিয়া বাজারের আশাপাশে এলাকায় ৭০/৮০টি গাছ বিধ্বস্থ হয়।
অপর দিকে চরফ্যাসনের এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানান, রাত ৯ টার দিকে হঠাৎ করে আগুনের বাতাসের মতো শব্দ করে ঘুর্ণিবাতাস আঘাত হানে। এতে ৭টি ঘর বিধ্বস্ত হয়। এসময় ওই এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পরেছে বলে জানান তিনি।এছাড়া বড় ধরনের তেমন কোন প্রভাব এখনো পড়েনি।
এদিকে মেঘনা নদী সকালে শান্ত থাকলেও বিকালে উত্তাল হয়ে উঠে। কিন্তু দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও ভোলার মেঘনা নদীতে কিছু কিছু জেলে মাছ ধরছে। সব ধরনের নৌ যান বন্ধ থাকায় ভোলা ইলিশা ফেরিঘাটে বহু যাত্রী আটকা পড়ে দুর্ভোগের মধ্যে পড়ে। এছাড়াও ভোলা জেলার বিচ্ছিন্ন দুর্গোম চরাঞ্চলে প্রায় ২ লক্ষাধিক লোক ঝুঁকির মধ্যে রয়েছে।
সকালে সরেজমিনে ভোলার ইলিশা মৌলোভির হাট আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নদীর পাড়ের মানুষ আশ্রয় কেন্দ্রে উঠে। নদীর তীরবর্তী এলাকায় রেডক্রিসেন্ট ও সিপিবির পক্ষ থেকে মাইকে ও সাইরেন বাজিয়ে স্থানীয় লোকজনকে সর্তক করার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। দুপুরের পর ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ইলিশা আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরন করেন। তিনি সাংবাদিকদের বলেন, জেলায় এ পর্যন্ত ৩ লক্ষ ২৩ হাজারের বেশী লোক সাইক্রোলন সেল্টারে আশ্রয় নিয়েছে। পাশাপাশি আশ্রয় ৩ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইতি মধ্যে নগদ ১০ লক্ষ টাকা,২ শত মেট্রিকটন চাল,২ হাজার শুকনো খাবার প্যাকেট এর বরাদ্ধ পেয়েছেন। এদিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ইলিশা আশ্রয় কেন্দ্র পরিদশৃন করে সাংবাদিকদের বলেন,দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত নিয়েছে। প্রশাসনের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। অন্যদিকে ভোলার দুর্গম চরাঞ্চলে যে আশ্রয় কেন্দ্র রয়েছে তাতে প্রায় ৭৫ ভাগ স্থানীয় লোকজন আশ্রয় নিতে পারবে এবং বাকীদের স্থানীয় শক্তঘর মসজিদসহ অন্যান্য স্থাপনায় আশ্রয় নিতে পারবে বলে জানান, ভোলা ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ পরিচালক মো: শাহাবাুদ্দিন। এদিকে ভোলা জেলার ৬৬৮টি আশ্রয় কেন্দ্র,৮টি কন্ট্রেল রুম খোলা হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। ১৩ হাজার সেচ্ছাসেবী সদস্য মাঠে নিয়োজিত রয়েছে।
এদিকে সন্ধ্যার পর ভোলার মেঘনা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চাইতে ৬৯ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান,ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী বাবুল আক্তার। তিনি আরো জানান,ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকায় ৫০০ মিটার বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুতি নিয়েছে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক