অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিদেশ ফেরত ২৯ জনের খোঁজ নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২০ রাত ০২:০০

remove_red_eye

৭৪৩



দৌলতখান প্রতিনিধি :ভোলার দৌলতখানে বিদেশ ফেরত ৯৯ জন প্রবাসীর মধ্যে ২৯ জনের এখনও সন্ধান মেলেনি। প্রবাস থেকে দেশে ফিরে এরা আত্মগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রবাসী মার্চ মাসের ১ তারিখের পর বিভিন্ন সময়ে দেশে আসেন। স্বশরীরে সন্ধান পাওয়া গেছে এমন ১৩ জন ও তাদের সংস্পর্শে আসা আরও পাঁচ জনসহ ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার মো: আনিসুর রহমান। এদিকে একটি সরকারি সংস্থা মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ বিভিন্ন দেশ, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ ও  ইউরোপের ইতালি থেকে ১ মার্চের পর ফেরত আসা ৯৬ জন পরে আরও ৩ জনসহ মোট ৯৯ জন প্রবাসীর একটি তালিকা উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের হাতে দিলে এদের দ্রæত খুঁজে বের করতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে তোড়জোর শুরু হয়ে যায়। করোনা প্রতিরোধে গঠিত উপজেলা মাল্টি সেক্টরাল কমিটি, র‌্যাপিড রেসপন্স টিম, ইউনিয়ন ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটি ও স্বাস্থ্য কর্মীরা যৌথভাবে নেমে পড়েন এসব প্রবাসীদের খুঁজে বের করতে। এ পর্যন্ত ৭০ জনকে চিহ্নিত করা গেছে। এদের মধ্যে ৪১ জন ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম কেেছন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বাকি ২৯ জনকে এখনও চিহ্নিত করা যায়নি। করোনা আক্রান্ত দেশ থেকে  এসে এসব প্রবাসীরা আত্মগোপনে থাকায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকতা ডাক্তার মো: আনিসুর রহমান জানান, করোনা প্রতিরোধে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটি, স্বাস্থ্য বিভাগের কর্মী ও প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীর যৌথ তল্লাশির মাধ্যমে আত্মগোপনে থাকা বিদেশ ফেরতদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।