বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৬
২৯
মোরশেদা বেগম : সততা আমাদের সমাজে দিন দিন দুষ্পাপ্য বন্ধুতে পরিগনিত হতে যাচ্ছে। তাই সৎ মানুষের কদর বাড়ছে। কিন্তু সৎ মানুষের সংখ্যা তার পরও কমছে। এ ধারণার সূত্রপাত বর্তমানে নং, দূর অতীতের কোনো সময়ের। আর এ মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে পৃথিবী। তাহলে প্রশ্ন জগতে পারে, সততার আদৌ প্রয়োজনীয়তা আছে কি না? সততা ছাড়া যদি পৃথিবীর উন্নয়ন হয়, মানুষ জীবনের নানাবিধ রসদ সহজে পেতে পারে এবং দেশে দেশে আকাশচুম্বী অট্টালিকা নির্মিত হতে পারে; তাহলে সততার শ্লোগান তুলে অসততাকে ঘৃণ জানানোর প্রয়োজনটা কী?
সততা শব্দের বিপরীত কী শঠতা? আজকাল মানুষের মুখে মুখে বলতে শোনা যায়, শঠতায় ভরে গেছে দেশ। এতই যদি শঠতা, প্রতারণা ও দুনীতি চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে সততা সংঘাগুলো কিভাবে টিকে থাকে? আবার সৎ মানুষের সামাজিক কদর যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে প্রতারকরা কেন সেই মর্যাদা লাভের লোভে কত পথই না খোঁজে ফিরছে। কিন্তু বড্ড হাসি পায়, যখন শোনা যায় মানুষ মম্মান লাভের জন্য শঠতার পথ বেছে নেয়। প্রকৃতপক্ষে সময়ের ব্যবধানে সততায় সম্মান, সঠতায় অপমান।
মানুষের মানুষ হিসেবে জন্মের সাথে কতগুলো মৌলিক গুণের জড়িয়ে থাকে। এসব গুনের অন্যতম সততা। এ জন্য পৃথিবীর অনেক সমাজে মানুষের গুনাবলি হিসেবে সততার কথা উল্লেখ করলে তারা সেটা মানতে নারাজ। তাদের ভাষ্য, সততা মানুষের কোনো গুন নয়। সৃষ্টি হিসেবে মানুষ সৎ হবে- এটাই স্বাভাবিক। মানুষ কীভাবে শঠ হয় এটা তাদের অজানা। সৃষ্টির সেরা জীব হিসেবে সততা মানুষের সহজাত প্রবৃত্তি, বিশেষ কোনো অর্জিত গুন নং। এজন্যই ঐসব দেশের মানুষেরা মনুষ্যত্ববোধ ও সামাজিকতায় পরিপূর্ণ। যেখানে সামাজিক ন্যয়বিচার উত্তমরুপে প্রতিষ্ঠিত এবং সামাজিক অবকাঠামো আর প্রতিষ্ঠান যথাযথ ভাবে কার্যকর। উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত এসব তকমা বা বিভাজনের মূলভিত্তিটাও বোধহয় মনুষ্যত্ববোধের উন্মেষেই নিহিত।
কারণ ব্যক্তিতে মানবিকতার বিকাঁশ না ঘটলে সমাজ বিভাবে মানবতার পাশে দাঁড়াবে? আমাদের দেশে সততা একটি বড় গুন। কারণ সততার বাজার খুবই মন্দা। এখানে শঠতায় ভরা সততার বাজার শঠের ভিড়ে সৎ লোকেরা তটস্থ। কিন্তু কেউ তা স্বীকার করে না। সব সঠ সৎ সেজে দিব্য অভিনয় করে যাচ্ছে। এটা এই জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য। সঠ ব্যক্তি যখন সৎ সেজে সমাকে ধোঁকা দেয় সেই সমাজে ন্যায়বিচার সুদূরপরাহত হয়ে ওঠে। আধুনিক অবকাঠামোতে পরিপূর্ণ সেই সমাজের বাইরে চাকচিক্যে থাকলেও তা সেখানে বসবাসকারী সবাইকে সমানভাবে অলঙ্কৃত করতে পারে না। তাই মিথ্যা আর মিথ্যুকদের তোষামোদে ভরা সমাজ কারো কাঙ্খিত সমাজ হতে পারে না।
আমাদের দেশের সার্টিফিকেটধারীরা গড়পরতায় কিছুটা বেশি শঠ। সাধারণত কম শিক্ষিতার সত্যের পূজারী হয়ে থাকে। তারা ন্যায়-অন্যায়ের বাছবিচার করে। এটা নিয়েও বিতর্ক আছে। শিক্ষিতদের কথা, এরাা সুযোগ পায় না তাই অনেকটা বাধ্য হয়ে সততার পথে হাঁটে। এরা যদি সাটিফিকেট অর্জন করতে পারত তাহলে বেড়াসহ ক্ষেত সাবাড় করত। দেশের আম ও ছালা দুটোই খোয়া যেত। এ বিষয়ে সার্টিফিকেটহীনরা খুব একটা উচ্চবাচ্য করেন না। তাদের কাউকে বলতে শোনা যায়, দেশের সব সম্পদ সার্টিফিকেটধারী দূর্নীতিবাজদের পকেটে গেছে। এরাই দেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে নিয়ে গেছে। তবে আমাদের সমাজের সম্পদ কে কতটা অবৈধভাবে কুক্ষিগত করছে, তাদের শিক্ষগত যোগ্যতা সম্পর্কে তেমন জানা যায় না। তবে এর পমিান যে দিন দিন বাড়ছে সেটা নিশ্চিত বলা যায়। তাহলে সহজ সমীকরণ ষেটা দাঁড়ায়, সার্টিফিকেটধারী ও সার্টিফিকেটহীন শ্রেণির মাঝে অসৎ হওয়ার একটা নীরব প্রতিযোগিতা আছে। আপাতদৃষ্টিতে মনে হয়, সার্টিফিকেটধারীরা এক্ষেত্রে বিজয়ী হবে। কারণ অসির থেকে মসি শক্তিমান।
সততার স্থান সবার ওপরে। সময়ে সব রং বদলায়। সবুজ ধূসরে আর লাল নীলে পরিনত হয়। কখনো মানুষের দৃষ্টি পরিবর্তন হয়। ইচ্ছায়-অনিচ্ছায় সাদাকে কালো দেখে অথবা কালোকে সাদা। কিন্তু সততা চির সবুজ। শুভ্রতার সুন্দর আলপনায় মোড়ানো। দূর বা কাছ থেকে, ওপরে বা নিচে যেদিক থেকে তাকাই সত্য, শুভ্র, সবুজ, অপরূপ মহিমায় সদা সমাদৃত। সত্রের পথধারী চিরদিন অনন্য মর্যাদার আসনে সমাসীন।
লেখক: প্রধান শিক্ষক,১৬ নং আজাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বোরহানউদ্দিন, ভোলা
ভোলায় নুতন প্রযুক্তিগত রিংস্লাব লেট্রিন কার্যক্রমের উদ্বোধন
লালমোহনে ৬ ব্যবসায়ীকে জরিমানা
বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী
জলবায়ু সংকট এড়াতে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোকে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী
সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এসডিজি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে
জলবায়ু অভিবাসীদের সহায়তায় আন্তর্জাতিক অর্থায়নের উপর গুরুত্বারোপ
ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপনের আহ্বান ড. মোমেনের
সালাহউদ্দিন জাকীর প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ২০২১ এর ফলাফল