অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বিরল প্রজাতির শঙ্খিনী সাপের সন্ধান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:২০

remove_red_eye

১২৭৪

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় দেখা মিলেছে পাঁচ হাত লাম্বা বিরল প্রজাতির শঙ্খিনী জাতের সাপের। স্থানীয়রা বিষধর এ সাপটি দেখে মেরে মাটিতে পুতে রাখেন। সোমবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ফ্যাশন গ্রামের বেপারী বাড়িতে এ সাপের দেখা মিলে।
ওই বাড়ির বাসিন্দা মো. জাকির হোসেন জিকু জানান, মধ্য রাতের দিকে স্থানীয় কিছু মাছ শিকারী তাদের বাড়ির পিছনের বিলে মাছ শিকারে যায়। এসময় তাদের বাড়ির পিছনের বাগানের একটি নারিকেল গাছের গোড়ায় পেচানো অবস্থায় কালো-হলুদ ডোরাকাটা এ সাপটিকে দেখতে পায়। পরে তারা বাড়ির লোকজনকে ডাক দিলে তারা গিয়ে সাপটিকে মেরে ফেলে। সাপটি লাম্বায় প্রায় পাঁচ হাত। পরে মৃত সাপটিকে মাটিচাপা দিয়ে দেয় তারা।
তিনি আরো জানান, বিষধর এ সাপটি দেখে তারা ভয়ে মেরে ফেলেছে। এটির মারার পরেও বাড়ির লোকজন অনেকটা আতঙ্কিত।
ভোলা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ইংরেজীত নাম ইধহফবফ কৎধরঃ, বৈজ্ঞানিক নাম ইঁহমধৎঁং ভধংপরধঃঁং। স্থানীয়াভাবে এগুলো শঙ্খিনী নামে ডাকা হয়ে থাকে। এই সাপদের সর্বোচ্চ দৈর্ঘ্য ৬ থেকে ৭ ফুট হয়ে থাকে। এরা শান্ত স্বভাবের। পার্বত্য অঞ্চলে এদের বেশী দেখা মিলে। বর্তামনে এগুলোকে সচারাচর দেখা যায় না। অন্যান্য বিষাক্ত সাপ এদের প্রিয় খাবার। এ সাপগুলো বিষধর হলেও শান্ত স্বভাবের কারেন সহজে মানুষকে আঘাত করে না। এরকম সাপ আরো কোথাও দেখা গেলে সাথে সাথে বন্য প্রাণী সংরক্ষণ অফিসে জানানোর জন্য বলেন এ কর্মকর্তা।