অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:১৭

remove_red_eye

২৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলা তথ্য অফিস ভোলা এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় বোরহানউদ্দিনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের মানিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান । বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের  ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, এবং মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফারুক। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয়, শিশুর পানিতে ডুবে মরা প্রতিরোধ, তথ্য অধিকার আইন, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও গত সোমবার, ০৪ সেপ্টম্বর ২০২৩ জেলা তথ্য অফিসের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সানুমিয়া বাড়ির উঠানে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষীকা রেখা বেগম, এবং মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক সহ প্রমুখ।