অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে ৭ সদস্যের জেলা মনিটরিং কমিটি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ ভোর ০৪:০৭

remove_red_eye

৭১৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে  ৭ সদস্যের জেলা মনিটরিং টিম গঠন করা হয়েছে। ওই কমিটি বিদেশ ফেরত নাগরিকদেও হালনাগাদ তথ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রান্ত জেলার সর্বশেষ পরিস্থিতি মনিটরিং করবেন। এই কমিটির আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাফীন মাহামুদ, সিভিল সার্জন প্রতিনিধি সাহাদাত হোসেন , সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু ও জেলা তথ্য অফিসার । এ ছাড়া জেলা ব্যাপী সার্বিক বিষয় মনিটরিং এর দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালি।