অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ১৬৪ প্রবাসীর জন্য আতঙ্কে ৫ লক্ষ মানুষ!


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ ভোর ০৪:০৩

remove_red_eye

১১২৩


লালমোহন  প্রতিনিধি  : ভোলার লালমোহনে বিদেশ ফেরত ১৬৪ প্রবাসীর জন্য আতঙ্কে রয়েছে উপজেলার প্রায় ৫ লক্ষ মানুষ। এতে করে উপজেলার সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এরা কতটুকু হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। পরিবারের সবার সাথে তারা মেলামেশা করছেন। যদিও এখন পর্যন্ত প্রবাসীদের কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ চিহ্নিত হয়নি। তবুও স্থানীয়রা মনে করছেন, প্রবাসীরা এখন সকলের আতঙ্কের কারণ। এসব প্রবাসীদের তালিকা পুলিশের কাছে রয়েছে। করোনা ভাইরাসে লালমোহনবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে গত বৃহস্পতিবার ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে কেউ না মানলে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে থানা থেকে একজন করে এসআইকে প্রবাসীদের পর্যবেক্ষণের জন্য দায়ীত্ব দেওয়া হয়েছে। এরা চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদারদের নিয়ে বিদেশ ফেরত এসব লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য কাজ করছে। কেউ যদি হোম কোয়ারেন্টাইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান বলেন, হাসপাতালে করোনা নির্ণয়ের কোনো কিট এখন পর্যন্ত সরকারীভাবে সরবারহ করা হয়নি। তবে প্রবাসীদের ক্ষেত্রে তাদের অবস্থার ওপর নির্ভর করে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।  যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে।