অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


করনো থেকে দেশবাসীকে রক্ষার জন্য লালমোহনে খতমে ইউনুছ দোয়া


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ রাত ০৩:৫০

remove_red_eye

৭০৪



লালমোহন প্রতিনিধি : করনো ভাইরাস থেকে সকল দেশবাসীকে হেফাজতের জন্য লালমোহন করিম রোড জামে মসজিদে খতমে ইউনুছ পড়া হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে মসজিদে মুসল্লীরা সমবেত হয়ে সোয়া লক্ষ বার খতমে ইউনুছ পড়েন। পরে দোয়া মোনাজাত করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওঃ আউয়াল। সকল দেশবাসী যাতে এ বিপদ থেকে রক্ষা পায় সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করা হয়েছে। একই সাথে সকল মুসলমানকে কোরআন ও হাদিসের কথা মেনে চলতে বলা হয়।