অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


করোনা সতর্কতায় মনপুরায় হ্যান্ডমাইক দিয়ে ইউএনও’র বাজারে প্রচারনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২০ রাত ০৩:২৮

remove_red_eye

৮৩০





 মেহেদি হাসান  নাহিদ,মনপুরা : ভোলার মনপুরার দেড় লক্ষ বাসিন্দাদের প্রাণঘাতী করোনা ভাইরাস স¤পর্কে সচেতন করতে হাট-বাজারে হ্যান্ডমাইক হাতে নিয়ে প্রচার-প্রচারণা করছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এসময়ে তিনি গুজবে কান না দিয়ে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেন।
গত বুধবার ও বৃহ®পতিবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার হাজিরহাট বাজার, কোড়ালিয়া বাজার, বাংলা বাজার, মাস্টার হাট, জনতা বাজার ও ফকিরহাট বাজারে এ প্রচার প্রচারণা করেন। প্রচার প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, করোনা স¤পর্কে জনগনকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচার প্রচারণার কাজ অব্যহত থাকবে। এছাড়াও মনপুরা হাসপাতালে তিনটি আইসোলেশন ওয়ার্ড ও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনের ব্যাবস্থা করা হয়েছে।