অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরা বিদেশ ফেরত ১ নারীকে কোয়ারেন্টাইন ভঙ্গ করায় জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২০ রাত ০৩:২৭

remove_red_eye

৭৪৩


মনপুরা প্রতিনিধি : মনপুরা করোনা ভাইরাস সংক্রমন এড়াতে বিদেশ ফেরত (ভারত থেকে আসা) এক নারীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বৃহস্পতিবার বেলা ২টায় ভ্রাম্যমান আদালত কোট বসিয়ে শিল্পী রানী দাস(৪০)কে ১৮৬০দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করেন। বিদেশ ফেরত লোকজনকে করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার কথা থাকলেও কেউ এই আইন মানছে না। উল্লেখ্য বর্তমানে মনপুরায় মোট ২৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
বিদেশ ফেরত ভারত থেকে আসা এই নারী গত বুধবার ১নং মনপুরা ইউনিয়নে কুলাগাজী তালুক তার আত্মীয় বাড়ীতে আসেন। হোম কোয়ারেন্টাইনে আইন না মেনে  বিদেশ ফেরত এই নারী ঘুরাঘুরি করছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাকে আটক করে । পরে ভ্রাম্যমান আদালত কোট বসিয়ে ১ হাজার টাকা জরিমান করেন। হোম কোয়ারেন্টাইনে ১৪দিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।