অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

৩১৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  বুধবার বিকাল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
 
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার উদ্যােগে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি।
 
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ ওসমানীর সঞ্চালনায় ও সভাপতি এইচ এম আফনানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তর শাখার সভাপতি সাইফুল বিন সালাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ  দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ হাফিজ আর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর  প্রচার সম্পাদক মাওঃ হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার সাধারণ  সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন নাইম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল মাহমুদ ও মিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নোমান হোসেন কাসেমী, দৌলতখান কাঠপট্টি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী ইব্রাহীম সহ অন্যান্যরা। সমাবেশ শেষে সন্ধ্যায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।