অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেছে পাষন্ড স্বামী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২০ রাত ০৩:১৪

remove_red_eye

৫৯৮



  বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে মাহমুদা বেগম নামের দুই সন্তানের জননীকে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী মোতাহার হোসেন ঢালী। আহত মাহমুদা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলার চরগাজীপুর ১নংওয়ার্ডের মফিজল হকের মেয়ে আহত মাহমুদা বেগম জানান, লালমোহন উপজেলার বগির চর এলাকার মোতাহার হোসেনের সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়ে। বিয়ের পর যৌতুক বাবদ আমার পরিবারের কাছ হতে ২ লক্ষ টাকা নেয় আমার স্বামী। এর পর কিছু দিন ভালোই কাটে আমার সংসার জীবন। এখন আবারোও যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছে। ওই দাবীকৃত টাকা না দেয়ায় আমার স্বামী বিভিন্ন সময় হুমকি দেন আর একটি বিয়ে করবে। লোকমুখে শুনছি আমার স্বামী ঢাকা না কি বিয়ে করেছে। ওই বউকে বাড়ীতে আনতে আমাকে নানা ভাবে চাপ প্রয়োগ করে। বুধবার রাতে যৌতুকের টাকার জন্য আবারোও আমার উপর চড়াও হয়। রাত অনুমান ৩টার দিকে দরজা বন্ধ করে আমাকে হত্যার উদ্দ্যেশে গলায় চাপ দিয়ে দম বন্ধ করে দেয়ার চেষ্টা করে আমার স্বামী। এসময় সারা শরীরে আমাকে বেদম মারধর করেন। আমার ডাক চিৎকারে পাশের লোকজন দরজা ভেঙ্গে আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। তিনি আরোও বলেন , প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে মোতাহার হোসেন ঢালী’র সাথে মুঠোফোনে আলাপ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়েই ফোনটি কেটে দেন।