অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


মালির টিম্বকটুতে গোলার আঘাতে শিশু নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৩২৩

মালিয়ানের প্রাচীন নগরী টিম্বকটুতে শনিবার গোলার আঘাতে এক শিশু নিহত ও অন্তত দুইজন আহত হয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, শনিবার বিকাল সাড়ে পাঁচটায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী টিম্বকটু শহর লক্ষ্য করে গোলা বর্ষণ করলে তা মালিয়ান সলিডারিটি ব্যাঙ্কের অদূরে বাজারের কাছে গিয়ে পড়ে। চার  বেসামরিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একজন নির্বাচিত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের ছোঁড়া দুটি গোলা টিম্বকটু শহরের কেন্দ্রে আঘাত হানলে ১১ বছর বয়সী একটি মেয়ে শিশু প্রাণ হারায়।
ওই কর্মকর্তা আরো বলেন, আহতদের মধ্যে চার বছরের একটি মেয়ে শিশুও রয়েছে।
এদিকে হাসপাতাল সূত্র একটি মেয়ে শিশুর মৃত্যু নিশ্চিত করেছে।

সুত্র বাসস





আরও...