অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় পথচারীদের জন্য হ্যান্ডওয়াস কার্যক্রম শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২০ ভোর ০৪:৫০

remove_red_eye

৬৭৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে পথচারীদের সচেতন করতে সপ্তাহ ব্যাপী হ্যান্ডওয়াশ কার্যক্রম শুরু করেছে বিয়ে বাজার ( বিবা) ও দৈনিক যুগান্তর স্বজনসমাবেশ । এ সময় সহযোগিতায় এগিয়ে আসে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ, স্থানীয় দৈনিক বাংলার কন্ঠ, ডরপসহ কয়েকটি সংগঠন।  বুধবার দুপুর ১২টায় জেলা শহরের সদর রোডের চৌধুরী প্লাজার সামনে এ  কার্যক্রমের উদ্বোধন করেন নাগরিক কমিটির চেয়ারম্যান প্রবীন ব্যক্তিত্ব মোঃ আবু তাহের ও সাবেক সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান। সাবান, লিকুউট সাবান, ক্লিনার, টিস্যু, বেসিন ব্যবস্থাসহ ড্রাম ভর্তি পানি রাখা হয়েছে। রিকসা চালক, শ্রমিক, পথচারী, দোকানীসহ সকল শ্রেনির মানুষকে সচেতন করতে হাত ধোয়ার পাশপাশি লিফলেট বিতরণ করা হয়। এমন প্রচারনায় মিডিয়া কর্মীরাও অংশ নেন। এ সময় পানি ব্যবস্থাপনা ও নাগরিক কমিটির  চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে  এ সময় সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন  সাবেক সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেসক্লাব সম্পাদক ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু, ডরপ জেলা কর্মকর্তা তরুন কান্দি দাস, জেলা স্ব্জন সমাবেশের সম্পাদক বিপ্লব পাল কানাই, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সম্পাদক মোঃ হোসেন, বিয়ে বাজার পরিচালক, স্বজন সমাবেশের সাবেক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক আলামিন ,দৈনিক বাংলার কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক হাসিব রহমান, সাংবাদিক অচিন্ত্য মজুমদার, ভোলা থিয়েটারের সাবেক সম্পাদক তালহা তালুকদার বাধঁন,  পল্লী চিকিৎসক মোঃ মহিউদ্দিন। এ সময় লিফলেটে উল্লেখ করা  ৬টি করণীয় বিষয় তুলে ধরেন  জুয়েলারী সমিতির সম্পাদক অবিনাশ নন্দী। এ সময় ক্ষুদে বিজ্ঞানী সংসদ ও ডরপ সংগঠনের পক্ষ থেকে সাধারন মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এই প্রচারনার মিডিয়া পাটনার হিসেবে রয়েছে স্থানীয় দৈনিক বাংলার কন্ঠ, ভোলারবাণীসহ ৪টি পত্রিকা ।