অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে ৭ জুয়ারি আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২০ ভোর ০৪:৪৪

remove_red_eye

৫৮৮



চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ৭ জুয়ারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যামে জরিমানা করা হয়েছে। চরফ্যাশন থানা পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার (১৭মার্চ) রাত ৩ টার সময় পানি উন্নয়ন  বোর্ড সংলগ্ন  ট্রাক শ্রমিক ইউনিয়নের পিছন থেকে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়ারিকে আটক করা হয়। পরে (১৮মার্চ) বুধবার বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ধারায় প্রত্যেক জুয়ারিকে ১শ টাকা করে ৭শ টাকা জরিমানা করেন।
আটককৃত জুয়ারিরা হলেন, পৌরসভা ও জিন্নগরের শাহ আম্মদের ছেলে মোস্তফা (৫৮)  বারেকের ছেলে মাসুম (৪০) আনোয়ার হেসেনের ছেলে মনির(২৫) আজিজুলের ছেলে হেলাল (৩২) মোফাজ্জলের ছেলে দুলাল,ইসমাইল ও তরিকুল ইসলামের ছেলে আল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চরফ্যাশন থানা পুলিশ ৭ জুয়ারিকে নিয়ে আসলে তাদের প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয় এবং স্থানিয় মেম্বারের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।