অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

২২৬

সর্বশেষ সদস্যরাষ্ট্র হিসেবে ব্রিকস গ্রুপে যোগ দেয়ার জল্পনার মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট  জোকো উইদোদো  জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রোববার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশগুলিকে নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হবে। খবর এএফপি’র।
উইদোদো তার প্রস্থানের আগে সাংবাদিকদের বলেন, ‘ইন্দোনেশিয়াকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অবশ্যই ব্রিকস সম্মেলনের মধ্যে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে বৈঠক হবে।’ দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির নেতা হিসেবে  এটিই উইদোদোর প্রথম আফ্রিকা  সফর।
তিনি সপ্তাহের শুরুতে বলেছিলেন, ইন্দোনেশিয়া ব্রিকস-এ  যোগ দেবে কিনা সে বিষয়ে তার সরকার সিদ্ধান্ত নেয়নি।
গ্রুপটি বৈশ্বিক বিষয়ে পশ্চিমা অর্থনৈতিক আধিপত্য নিয়ন্ত্রণের অভিপ্রায়ে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
উইদোদো বলেন, ব্রিকস সম্মেলনে যোগদানের পাশাপাশি, তিনি সহযোগিতা জোরদার করতে কেনিয়া, তানজানিয়া ও মোজাম্বিক সফর করবেন।
তানজানিয়া ও কেনিয়া গত বছর জাকার্তায় দূতাবাস খুলেছে। মোজাম্বিক প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সাথে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।

সুত্র বাসস





আরও...