অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার চরাঞ্চলের শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:১৪

remove_red_eye

৬৭৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার মাঝের চরের শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এবং কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যানের আর্থিক সহায়তায় এ খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে কাচিয়ার মাঝেরচরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুষ্টিকর হরলিক্স বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব।
এসময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম, ইন্টিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দক্ষিণপ্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, কাচিয়া মাঝের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল, ইউপি সদস্য আবদুর রহমান, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু প্রমুখ। কর্মসূচীর আওতায় ১ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের মাঝে পুষ্টিকর হরলিক্স বিতরণ করা হয়। হরলিক্স পেয়ে শিশুদের এবং তার অভিভাকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এসময় জেলা প্রশাসক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। আজ এই কিংবদন্তী মহান নেতার শততম জন্মবার্ষিকী। এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। তাই দিনকে স্মরণ করে রাখতে বিচ্ছিন্ন মাঝের চরের শিশুদের মাঝে পুষ্টিকর হরলিক্স বিতরণ করা হয়েছে। এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে। সে জন্য পড়ালেখার প্রতি বেশী মনোযোগী হতে হবে। তোমরাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। সে জন্য পড়ালেখার বিকল্প নেই।শিশুদেরকে যাতে অল্প বয়সে কাজে না পাঠায় এবং বাল্যবিবাহ না দেয় সে জন্য অভিভাবকদেরকে সতর্ক থাকার আহŸান জানান। এসময় তিনি সকলকে শিশুদের ভালোবাসতে আহবানা জানায়। শিশুদের মাঝে বঙ্গবন্ধু বেচেঁ আছে। তাই শিশুদের ভালোবাসলে বঙ্গবন্ধুকে ভালোবাসা সার্থক হবে।