অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় গৃহহীনদের মাঝে এক শতঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:০৮

remove_red_eye

৭৪৪


 মেহেদি হাসান নাহিদ,মনপুরা : মনপুরায় মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে একশতটি ঘর বিতরণের কার্যক্রম উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গুচ্ছগ্রাম ও চরফৈজুদ্দিন হাজিরহাট গুচ্ছ গ্রামের নবনির্মিত একশতটি ঘর গৃহহীনদের মাঝে বিতরণের কার্যক্রম ও চাবি হস্তান্তর করা হয়েছে।মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজির হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরী, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন, সাংবাদিক মোঃ আমির হোসেন হাওলাদার। এই সময় নবনির্মিত ২টি গুচ্ছ গ্রামের প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।