অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে : আবুল কালাম আজাদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

২২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মকে নিজ পরিবার থেকেই জানাতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালম আজাদ এ কথা বলেন। বাসস পরিচালনা পর্ষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং দেশ ও জাতি সম্পর্কে অপপ্রচার বন্ধে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবেই বাংলাদেশ তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’   
বাসস প্রধান সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যদি যার-যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই এদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’
প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী খান অপুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) রুহুল গনি সরকার জ্যোতি, নগর সম্পাদক মধুসূদন মন্ডল, বার্তা সম্পাদক নূরে জান্নাত আখতার সীমা, বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কাজী তানভীর আলাদীন, উপ-প্রধান প্রতিবেদক মো. সাজ্জাদ হোসেন, জ্যেষ্ঠ সহ-সম্পাদক খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, বাসস কর্মচারি ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমেদ ও সদস্য মো. বেলাল উদ্দিন।

আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু একজন অসামান্য দূরদর্শী নেতা ছিলেন, সদ্য স্বাধীন দেশে সীমান্ত চুক্তি, সমূদ্রসীমানা নির্ধারণসহ তাঁর গৃহীত পদক্ষেপগুলোই এর প্রমাণ। তাঁর দেখানো পথেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়া চীন’ ও ‘কারাগারের রোজনামচা’ বইগুলো বেশি করে পড়তে হবে।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা ও আগামী নির্বাচন সম্পর্কে তিনি আরও বলেন, একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার কোন বিকল্প নেই। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে জাতীয় শোক দিবসে এই হোক আমাদের প্রত্যয়।
সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে গণমানুষের কল্যাণে যেসব পরিকল্পনা করেছিলেন তা ৭৫-পরবর্তী সময়ে থমকে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ তাঁরই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

সুত্র বাসস





মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

স্বামীর সমাধির পাশেই: অন্তিম শয্যায় আপসহীন নেত্রী

স্বামীর সমাধির পাশেই: অন্তিম শয্যায় আপসহীন নেত্রী

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের উপস্থিতি

খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের উপস্থিতি

আরও...