অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ রাত ০৮:৪০

remove_red_eye

৩৩০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. জুবাইদা নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চতলা এলাকার ক্বারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই বাড়ির মো. আরজুর মেয়ে।

শিশুর স্বজনরা জানান, দুপুরে বাসায় সকলে খাওয়া-ধাওয়া করছিল। এরমধ্যে জুবাইদাকে দেখতে না পেয়ে পরিবারের সকলে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘরের সামনের পুকুরে শিশু জুবাইদাকে ভাসতে দেখে উদ্ধার করে তার মা রুমা বেগম। স্বজনরা জুবাইদাকে দ্রæত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





আরও...