অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় লঞ্চ থেকে ৭০ মণ জাটকা ইলিশ জব্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০৩:৩০

remove_red_eye

৬৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলার মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ।  সোমবার বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উলানিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী আলাপসার লঞ্চটিকে মেঘনা নদীতে তল্লাশি করা হয়। এ সময় লঞ্চটিতে ৭০ মণ জাটকা ইলিশ পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইলিশের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা । পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে ভোলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।