অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪০

remove_red_eye

২৫১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. সজিব (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক উপজেলার সঁচরাা ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের হারিস ডাক্তারের ছেলে । রবিবার সকাল ১০ টার দিকে তার বসতঘরে ওই দূর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্র জানায়, মাত্র ৩ দিন পর আগামী ১৮ আগস্ট তার ওমান যাওয়ার ফ্লাইট ছিল। ঘটনার দিন সকালে নিজ বসতঘরে একটি বাতির লাইনে সমস্যা হয়। পরে তিনি তা ঠিক করতে যান। এসময় বিদ্যুতের তার কাটতে গিয়ে তার গায়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।