অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ইলিশায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২০ রাত ০২:৪৩

remove_red_eye

৭৬৩


আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে স্থানীয় এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) ভোরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম মোসাঃ শান্তা আক্তার (১৩)। সে ওই ওয়ার্ডের কাজল হাজীর মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবারের দাবি, শান্তা পেটের ব্যর্থায় আতœহত্যা করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, শান্তা প্রেম সংক্রান্ত কারনে আত্মহত্যা করেছে। শান্তর পছন্দ ছেলে পরিবার মেনে নিতে রাজি হয়নি। যার ফলে পরিবারের সাথে জেদ ধরে সে গভীর রাতে নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি পেটের ব্যর্থায় সে আত্মহত্যা করেছে। তবে হত্যার পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।