অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ব্যস্ত সময় পার করছেন ছাতার কারিগররা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

২৪০

লালমোহন প্রতিনিধি : ছয় ঋতুর এই দেশ বাংলাদেশ। আগে বাংলাদেশের প্রত্যেকটি ঋতুর কিছু বৈশিষ্ট থাকলেও বর্তমানে ছয় ঋতুর এই দেশ নেই। প্রকৃতিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে বলে অনেকে দাবী করেন। ষড়ঋতুর বর্ষার দুই মাস হলো আষাঢ় আর শ্রাবণ মাস। এ বছর আষাঢ় মাসে তেমন একটা বৃষ্টি হয়নি। তবে শ্রাবণ মাসের প্রথম দিকে বৃষ্টি না হলেও শেষ দিকে একটানা বৃষ্টি মানুষের ভোগান্তি বেড়েছে। বর্ষায় ঘর থেকে বাইরে যেতে মানুষের অতি প্রয়োজনীয় হচ্ছে ছাতা। ছাতা এমন একটি জরুরী পন্য যা মানুষ নিজ প্রয়োজনে সারা বছরেই রোদ বৃষ্টিতে ব্যবহার করেন। এই ছাতা ব্যবহার করার পর যখন নষ্ট হয় বা ভাঙে তখনই মেরামতের জন্য ছাতার কারিগরদের প্রয়োজন। ভোলার লালমোহনে আগে ছাতা মেরামতের কোনো কারিগর ছিল না। দেশের বিভিন্ন এলাকা থেকে ছাতা মেরামত করতে এই এলাকায় আসতেন ছাতার কারিগররা। জৈষ্ঠ্য মাসের শেষদিকে এসে আশ্বিন মাসের শেষ দিকে চলে যেতেন তারা। বেশিরভাগ চাঁদপুর, মাদারিপুর, বিক্রমপুর আর ফরিদপুর থেকে আসত ছাতার কারিগররা। এসে তারা উপজেলার বিভিন্ন বাজারের রাস্তার পাশে ফুটপাতে বসে ছাতা মেরামত করতেন। তখন বিভিন্ন এলকা থেকে আসা ছাতার কারিগরগণ অনেকে তাদের স্থায়ী ঠিকানায় না গিয়ে লালমোহনে স্থায়ী নিবাস গড়েছেন। পর্যায়ক্রমে বংশ পরম্পরায় তারা রাস্তার ফুটপাতে বসে ভাঙা ছাতা মেরামত করতেন। ছাতার কারিগরদের সারা বছর কদর না থাকলেও বর্ষায় তাদের চাঁহিদা থাকে বেশ। বর্ষা এলেই বাড়ে তাদের কদর। গত একসপ্তাহ ধরে লালমোহনে হচ্ছে বৃষ্টি। বৃষ্টির কারণে এখন লালমোহনের ছাতার কারিগররা ব্যস্ত সময় পার করছেন। শনিবার সকালে কথা হয় ছাতার কারিগর নাজিউর রহমান (৭০) এর সাথে। তিনি পৌরসভার মুক্তিযোদ্ধা এ্যাভিনিউ রোডের পূর্ব পাশের ফুটপাতে বসে ছাতা মেরামত করছেন। নাজিউর রহমান বলেন গত প্রায় ৬০ বছর ধরে ছাতা মেরামত করে আসছি এই ফুটপাতে বসে। গত কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে কাজের চাপ একটু বেশি। বৃষ্টির সময় ছাতা মেরামতের কাজ বেশি থাকে। লালমোহন চৌরাস্তার মোড়ের পাশে বসা ছাতার কারিগর মোঃ মনির (৫০), গাজিউর রহমান (৩৮) বলেন, বৃষ্টির কারণে এখন বেশ কাজের চাপ রয়েছে। তবে বছরের অন্য দিনগুলোতে বর্ষার সময়ের মত কাজ বেশি থাকে না। লালমোহনের ছাতার কারিগরদের দাবী আমরা রাস্তার পাশের ফুটপাতে বসে ছাতা মেরামতের কাজ করি। অনেক সময় আমাদেরকে পুলিশসহ বিভিন্ন নেতারা রাস্তার পাশের ফুটপাত থেকে উঠিয়ে দেয়। আমাদের নির্দিষ্ট কোন স্থান নেই। আমাদের দাবী লালমোহন পৌরসভা থেকে আমাদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়া হোক। যেখানে শুধু ছাতার কারিগররা ছাতা মেরামত করবে।





আরও...