অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ৪ কেজি গাঁজাসহ আটক ৪ জন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০৩:৪৫

remove_red_eye

৬৯২


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৪ কেজি ২০ গ্রাম গাঁজাসহ মোঃ জহিরুল ইসলাম ওরফে   জহির ভান্ডারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগী মোঃ বশির (৪৫) এবং ২০ গ্রাম গাঁজাসহ একই সময় মোঃ রুবেল দেওয়ান (৩০), মোঃ মফিজ (৩৫) নামে দুই সেবনকারীকে আটক  করেছে ভোলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃতদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামে।

রবিবার বিকেলে ভোলা জেলা মাকদ নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী   পরিচালক গোলক মজুমদার এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত   করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে জহির ভান্ডারীর ঘরের মেঝের উপর   চটের বস্তার থেকে ৪ কেজি ২০  গ্রাম গাঁজাসহ জহির ভান্ডারী ও তার সহযোগী বশিরকে আটক করা হয়। এবং একই পৃথক অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ রুবেল ও মফিজ নামে দুই সেবনকারীকে আটক করা হয়। তিনি আরো জানান আইনগত পক্রিয়া শেষে ব্যবস্থার জন্য রবিবার তাদের সবাইকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।