অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বঙ্গমাতার ৯৩ তম জন্মদিন পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ১০:৩০

remove_red_eye

৩০৩

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের ৯৩ তম জন্মদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ইউএনও পাঠান মো: সাইদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শফিকুর রহমান ডাবলুর সঞ্চালনায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো: সাইদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, ওসি সত্যরঞ্জন খাসকেল, উপজেলা তথ্য আপা জাকিয়া সুলতানা। সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা-শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক আসমা আক্তার সাথী। পরে মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে ৬ জন দুস্থ মহিলাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছয়টি সেলাই মেশিন প্রদান করা হয়।