অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০২:২৯

remove_red_eye

৫৬৭


চরফ্যাশন  প্রতিনিধি :  চরফ্যাশন উপজেলার পশ্চিম নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সোহেব চৌধুরী,নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন। বিদ্যালয়ে ২৫টি ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সব শেষে যেমন খুশি তেমন সাঁজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগীতা শেষ হয়।