অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মুজিববর্ষ উপলক্ষে আরও ১৩৭ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩৩

remove_red_eye

২১২

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা তজুমদ্দিনে  মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) উপজেলায়  আরও ১৩৭ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর। ৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায়   তজুমদ্দিন উপজেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
 প্রেস ব্রিফিংয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ  বলেন উপজেলা  ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ১৩৭ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট গৃহ পাবেন। এর মধ্যে চাঁদপুর  সদর ইউনিয়নে  ৯২টি, চাঁচড়া ইউনিয়নে ৪৫টি   উদ্বোধনের জন্য প্রস্তুত।
আগামী ৯ আগষ্ট সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সারা দেশে উদ্বোধন করার পর ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনা উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলার ২টি ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) মোট ১শত ৩৭টি ঘর হস্তান্তর করবেন বলে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ জানান।
এইসময় আরও উপস্থিত ছিলেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম রেজা,  প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, আঃজলিল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরনবী,  তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আক্তার হাওলাদার, প্রচার সম্পাদক মেহেদি হাসান মামুন, প্রেসক্লাব সদস্য রুবেল চক্রবর্তী, ফারহানুর রহমান সময়,  রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তামিম সাদী, মহিবুল্লাহ ফিরজ সহ প্রমুখ।