অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে স্কুল মিল্ক ফিডিং কর্মসুচির উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩২

remove_red_eye

২৮৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল  এর আয়োজনে ও প্রানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের( এল ডি ডি পির) বাস্তবায়নে স্কুল মিল্ক ফিডিং কর্মসুচির উদ্বোধন করা হয়।সোমবার সকাল ১১টায় উপজেলার উত্তর চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দুই বছর যাবত প্রতিদিন ২০০গ্রামের একটি করে ইউ এস টি মিল্ক  এর পেকেট পাবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেনীর মোট ১৮০ জন শিশু শিক্ষার্থী।এই কর্মসুচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিন যখন একটি করে দুধের পেকেট হাতে পাবে তখন স্কুলের উপস্থিতির হার ও বাড়বে এবং  দুধের পুষ্টি গুণ বেশি থাকায়  শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাড়বে এবং  শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে বলে জানান প্রকল্পের কর্মকর্তারা। এসময় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাহিদুল ইসলামের ( ভারপ্রাপ্ত)  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাচড়া ইউপি সদস্য নাজিম উদ্দীন,এল ডি ডি পির ফ্লিড এসিস্ট্যান্ট সবুজ কুমার দাস,   স্কুলের প্রধান শিক্ষক হোসেন আহম্মেদ, এবং স্কুলের সকল শিক্ষার্থী বৃদ্ধ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রানি সম্পদ সম্পসারন কর্মকর্তা ডাক্তার রেজাওয়ানুল হক মুরাদ।