অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০২:২৮

remove_red_eye

৮৩৬



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। রোববার সকালে লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান। এতে সহযোগিতা করেছে ‘আলোর দিশারী সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসকে ভয় না করে প্রতিরোধ করতে সবাইকে সচেতন হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। এবং সকলকে যার যার স্থান থেকে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।
উপস্থিত ছিলেন, লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, প্রভাষক মো. সোহেল আহমেদ প্রমুখ।