অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০২:২৪

remove_red_eye

৬১৪



চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলায় ১০০পিস ইয়াবাসহ স্বামী -স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (১৪মার্চ) রাতে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের চৌমাথা এলাকা থেকে মৃত আবুল কালাম সর্দারের পুত্র মো. সালাউদ্দিন(৩৯) ও তার স্ত্রী সামসুন্নাহার (৩৫) কে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামিদের বাড়ি দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, ১০০ পিস ইয়াবাসহ আমরা সালাউদ্দিন ও তার স্ত্রী সামসুন্নাহারকে আটক করেছি । তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১)এর সারনি ১০(ক) ধারায় একটি মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।