অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে গাঁজা ও ইয়াবাসহ এক নারী গ্রেফতার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ রাত ০৯:৫২

remove_red_eye

৩৫৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে বসতঘর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় এক কেজি গাঁজা ও পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোসাম্মদ আয়না (৪৫) নামে ওই নারীকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে তাঁর সহযোগী স্বামী মো: মনির পালিয়ে যান।  রবিবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তাঁর বসতঘর থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।
দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানায়, বসতঘরে বসে ওই নারী মাদক বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোসাম্মদ আয়না নামের ওই নারীকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী স্বামী মনির পালিয়ে যান। তারা দুজনেই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।