অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪৯

remove_red_eye

২৫৯




তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা তজুমদ্দিনে  ৭ই আগস্ট   তজুমদ্দিন উপজেলা  পর্যায়ে দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন  করা হয়েছে। সকাল ১০টায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী  মহিলা কলেজ  মাঠে তজুমদ্দিন প্রশাসন ও তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিস  আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার  শুভ দেবনাথ এর সভাপতিত্বে  টুর্নামেন্টের উদ্বোধন এবং পরবর্তী বিকেল ৫টায়  পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ৪টি এবং বঙ্গমাতা গোল্ডকাপে ৪টি দল অংশগ্রহণ করে।  বঙ্গবন্ধু গোল্ডকাপে  শম্ভুপুর ইউনিয়ন একাদশ চাঁদপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে চাঁদপুর ইউনিয়ন একাদশ ২-০ গোলে শম্ভুপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
 এসময় বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার আঃমান্নান,তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক  ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্যাহ কিরণ, মহিলা আওয়ামীলীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, শম্ভুপুর চেয়ারম্যান রাসেল মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক আঃ রহমান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, কৃষকলীগ সাধারণ সম্পাদক পারভেজ  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা সহ প্রমুখ।