অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে নিখোঁজের ৪দিন পর শ্রমিকের লাশ উদ্ধার


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০২:২৩

remove_red_eye

৭৮৮



তজুমদ্দিন  সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে শহর রক্ষা বাঁধে বালির জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজের ৪দিন পর শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, রবিবার সকালে রামপ্রসাদ সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে নিখোঁজ হওয়া শ্রমিকের লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার শহর রক্ষা বাঁধের ১২ নং সাইডের জাহাজ থেকে বালি তোলার সময় জোয়ারের চাপে পানির ধাক্কায় জাহাজ শ্রমিক মোঃ হৃদয় (২১) নদীতে পড়ে ডুবে যায়। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৌনপুর এলাকার মোঃ আলতু মিয়ার ছেলে।