অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহাউদ্দিনে পুলিশের অভিযানে ৫'শ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার


মলয় দে

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৪৩৯


মলয় দে : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নামধারি সাংবাদিক মো. মাসুদ রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ ০৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফখরুল ইসলামের ছেলে।
পুলিশ তথ্য মতে, সোমবার ৭ই আগস্ট দুপুরে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা ৯নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ।এসময় ওই এলাকার সিকদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানাকে ৫'শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়,আটককৃত মাদক ব্যবসায়ী মাসুদ নিজেকে দৈনিক দিগন্তর নামে একটি পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বেড়াতো।তার ফেসবুকে নিজেকে দৈনিক দিগন্তর নামে একটি পত্রিকায় কর্মরত বলে উল্লেখ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি নীল রতন জানায়,গ্রেফতারকৃত মাসুদ নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও আমার জানা মতে সে আসলে প্রকৃত সাংবাদিক না।তবে সাংবাদিক পরিচয়ের আড়ালে যারা এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছে এবং সাংবাদিকতা পেশাটিকে কুলশিত করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি এনায়েত হোসেন বলেন,আমরা  দুপুরে বোরহানউদ্দিন উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেছি।অভিযানে গ্রেফতারকৃত আসামী মাসুদ রানাকে ৫'শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়। দুপুরে আসামীকে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।