অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ইতালি ফেরত আরো ২ যুবক হোম কোয়ারেন্টিনে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২০ রাত ০২:১৯

remove_red_eye

৬১৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  ভোলায় ইতালি ফেরত আরো  ২ যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে গত ২ দিনে রবিবার রাত পর্যন্ত ভোলায় হোম কোয়ারেন্টিনে রাখা যুবকের সংখ্যা ৩ জন বলে ভোলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন। তবে তারা  সুস্থ্য রয়েছেন।
ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী জানান,  ইতালি ফেরত যুবকরা বর্তমানে সুস্থ্য আছেন। তাই  রক্তের নতুনা পরীক্ষা করার প্রয়োজন হয়নি। সন্দেহভাজন ৩ জনের মধ্যে  ১ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে স্থানীয়রা বলছে, হোম কোয়ারেন্টিনে রাখা ইতালি ফেরত যুবক নিয়ম মানছে না। তাকে বাসার বাইরে যেতে দেখা গেছে। এব্যাপারে সিভিল সার্জন বলেন, তারা জনগনকে উদ্বুদ্ধ করছেন এবং স্বাস্থ্য বিভাগ থেকে তারা গিয়ে দেখে আসবেন বলেও জানান।
 এদিকে করোনা মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিটে সন্দেহজনক  এখনো কোন রোগী রবিবার পর্যন্ত নেই বলে জানান, ভোলা সদর হাসপাতালের তত্ববধায়ক  ডা: সিরাজ উদ্দিন । তিনি আরো জানান, হোম কোয়ারেন্টিনে থাকা প্রথম সন্দেহজনক  ইতালি ফেরত যুবক বর্তমানে সুস্থ্য রয়েছে। তার সর্দি কাশি নেই। তার পরিবারের সকল সদস্য ভাল রয়েছে।