অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ রাত ০৯:৪২

remove_red_eye

৩৪২

দৌলতখান সংবাদদাতা:  ভোলার দৌলতখানে কলেজ পড়ুয়া এক ছাত্র রাতের আধারে প্রেমিকার বাড়িতে গেলে আটক করে স্থানীয়রা। প্রেমিকা সপ্তাম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। এ ঘটনায় শনিবার প্রেমিক ছেলের মা বাদী হয়ে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে  শুক্রবার রাত ১০ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের প্রেমিকার পিত্রালয় থেকে কলেজ পড়–য়া ওই ছেলেকে  আটক করে। জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে এক বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।
মেয়ের মা জানায় , জীবিকার তাগিদে স্বামী ঢাকায় কাজ করেন। ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। এ সুযোগে ওই ছেলে আমার মেয়ের কক্ষে ঢুকলে স্থানীয়রা তাঁকে আটক করে। তবে ছেলের মা জানান, তাঁর ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এজন্য তিনি আইনি ব্যবস্থা নিয়েছে। দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানান, ছেলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।