অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ রাত ০৯:০৫

remove_red_eye

২৪৪

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা তজুমদ্দিনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (০৫ আগষ্ট) বিকাল ৫টায়  এ উপলক্ষে ভোলা তজুমদ্দিন আওয়ামীলীগ কার্যালয়ে, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে   আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন এর
 সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
 বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্লাহ কিরন, জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমান, কৃষকলীগ সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক পারভেজ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাসেম মহাজন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক অপু চৌধুরী সহ  প্রমুখ।
আলোচনা শেষে ১৫ই আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারের  সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়  দোয়া ও মোনাজাতের করা হয়।