অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলা বিএনপি'র প্রতিবাদ সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ রাত ১০:৩০

remove_red_eye

৬২২

এইচ আর সুমন: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদক এর মামলার রায় ঘোষণার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ভোলা জেলা বিএনপির আয়বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম।এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউর রহমান কিরন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক ,কবির হোসেন, মফিজুল হক মিলন,বশির হাওলাদার, জেলা বিএনপির আয়বায়ক কমিটির সদস্য ও ভোলা জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারূল আলম লিটন,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল- আমিন হাওলাদার।এসময় জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন ফরমায়েসি এই রায় আমরা মানি না মানবো না, আমরা এই রায়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, আমরা রাজপথ দখল করে নেব এবং রাজপথে থেকেই এর ফয়সালা করব ইনশাআল্লাহ, আপনারা সকলে প্রস্তুত থাকবেন । 
উল্লেখযোগ্য সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া রায়ে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদন্ড দেন আদালত।




আরও...