এইচ আর সুমন : ভোলায় জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শহীদ নুরে আলম দিবস উপলক্ষে ভোলা জেলা ছাত্রদলের আয়োজনে কুরআন খানি, দোয়া মোনাজাত, কবর জিয়ারত, আলোচনা সভা,শোক র্যালি,ও প্রতিবাদ সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ বূকে দারন, জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের স্মৃতিচারণ ও আলোচনা সভা, ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে বরিশাল দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে সেখানেই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারের সঞ্চালনা এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,সদস্য সচিব রাইসুল আলম।এ সময়ে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আল রাসেল, ভোলা পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু, ও সদস্য সচিব জাকারিয়া বিল্লাল সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং জেলা বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা নুরে আলমের খুনির বিচারের দাবিতে খুনির ফাঁসি চেয়ে বক্তব্য বলেন,কি দোষ ছিল নুরে আলমের গত বছর ৩১ই জুলাই নির্মমভাবে পুলিশ গুলি করেছিল নুর আলমকে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ৩ইআগস্ট নুর আলম মৃত্যুবরণ করেন। আমরা নুর আলমের রক্ত বৃথা যেতে দেব না, বিচার এদেশের মাটিতেই করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ।
প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এর বিরুদ্ধে দুদক এর মামলার রায় ঘোষণার প্রতিবাদে মহাজনপট্টি থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল, মিছিলটি কালিনাথ রায় বাজার চত্বর পর্যন্ত গিয়ে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে পুনরায় মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শহীদ নূরে আলমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় যহুরবাদ পশ্চিম চরনোয়াবাদ বাইতুল আজিজ জামে মসজিদে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল আজিজ জামে মসজিদের খতিব মাওলানা আল আমিন। দোয়া মোনাজাত শেষে জেলা ছাত্রদল সভাপতি মরহূমনুর আলমের পারিবারিক গোরস্থানের তার জন্য কবর জিয়ারত করেন ছাত্রদল ও জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্য ভোলায় গত বছর ৩১ইজুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে দলীয় নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় গুলিতে নিহত হন ভোলা জেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, এবং জেলা ছাত্রদলের সভাপতি নুর আলম গুলিবিদ্ধ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ৩ আগষ্ট মৃত্যুবরণ করেন।