অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


গ্লোবাল লিগ: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে খেলবে লিটনের সারে জাগুয়ার্স


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৩ বিকাল ০৫:২৭

remove_red_eye

৩১৮

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফে খেলবে বাংলাদেশী ব্যাটার লিটন দাসের সারে জাগুয়ার্স।
গতরাতে লিগ পর্বের সপ্তম ও শেষ ম্যাচে লিটনের সারে ৮ উইকেটে হারিয়েছে মিসিসসাগা প্যান্থার্সকে। ৭ ম্যাচ শেষে ৪ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে সারে।
ব্রাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে সারে। দুর্দান্ত বোলিং নৈপুন্যে ১৪ দশমিক ৩ ওভারে মিসিসসাগাকে ৫৬ রানেই গুটিয়ে দেয় সারের বোলাররা। মিসিসসাগার মাত্র দুই ব্যাটার দুই অংকের দেখা পান। কানাডার দুই খেলোয়াড় শ্রেয়াস মোভা ১৭ ও নিখিল দত্ত ১০ রান করেন। সারের নেপালের সন্দীপ লামিচান ৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সারে। তিন নম্বরে ব্যাট হাতে নামেন লিটন। ২টি বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন। শেষ পর্যন্ত ১৩ বলে ১০ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত সারের জয় নিশ্চিত করেন দুই পাকিস্তানী মোহাম্মদ হারিস ও অধিনায়ক ইফতেখার আহমেদ। হারিস ২৩ বলে অপরাজিত ৩৭ ও ইফতেখার ৮ রানে অপরাজিত থাকেন।

সুত্র বাসস