অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতার গোডাউন পুড়ে ছাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৪৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভয়াবহ অগ্নিকাÐে একটি জুতার গোডাউন পুড়ে ভস্মীভ’ত হয়েছে । এতে গোডাউনে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজারের মসজিদ মার্কেটে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দুই টার দিকে বোরহানগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে আগুন নিয়ন্ত্রনে না এলে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে তারা এসে প্রথমে আগুনে নিয়ন্ত্রনের চেস্টা চালায়। এতেও কাজ না হওয়ায় তজুমদ্দিন ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এ অবস্থায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে মার্কেটের দোতলায় থাকা জসিম উদ্দিনের জুতার গোডউনটি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জসিমউদ্দিন জানান, তার প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে ।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রুহুল আমিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও কতো টাকার ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।