অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বিএনপি সম্পাদকের বাসভবন থেকে ১০ জুয়ারি আটক


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:৩৪

remove_red_eye

৭৪৬


চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতীয়ার বাসভবন থেকে ১০ জুয়ারিকে চরফ্যাশন থানা পুলিশ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে  পৌরসভা ৪নং ওয়ার্ডের ভদ্রপাড়া মালতীয়া বাড়িতে বুধবার সন্ধ্যায় এসআই হারুনের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এ ১০জুয়ারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মো. মোস্তাফা (৩৫) মো.শামিম (৪৫) দিপক মজুমদার (৪০) তাপস (২৮) সাহাবুদ্দিন(৩২) আঃ আজিজ(৩০) আওলাদ(৩৫) আলামিন(৩৫) সোলাইমান (২৬) এবং রনজিত (৩০)। বৃহস্পতিবার (১২মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ভ্রাম্মমান আদালতে প্রত্যেক জুয়ারির ৩হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসব জুয়ারির ৫জন উপজেলা ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারি ও অপর ৫জন চরফ্যাশন ও লালমোহন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ১০ জুয়ারিকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে নিয়ে আসলে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।