অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে করোনা ভাইরাস প্রতিরোধে সভা অনুষ্ঠিত


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২০ রাত ০৩:২৮

remove_red_eye

৮০৭



চরফ্যাশন  প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সভোন কুমার বোশাক,চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন,দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন,শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন,দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রসিদ,নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলামসহ অন্যান্য ইউি চেয়াম্যান বৃন্দ। উপজেলা কমিটির করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দশে মিলে কাজ করলে আল্লাহর রহমতে সেখানে জয় আসবেই। আর তাই করোনা ভাইরাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে প্রচার প্রচারণার পাশাশি সকলকে সচেতন হতে হবে,সচেতন হয়েই নিয়োম মেনে হাতমুখ ধুলেই এ ভাইরাস সংক্রমন হওয়ার সম্ভাবনা থাকেনা। অতএব এ বিষয়গুলো সকল জনসাধারণের মাঝে প্রচার করতে হবে।