অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসনে নবাগত নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা প্রদান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ রাত ১০:৪০

remove_red_eye

১৫৩

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হককে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার পরিচালক ও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান এবং চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম সবুজের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যগণ তাকে এ সম্মাননা প্রদান করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। জনাব নওরীন হক চরফ্যাসন উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি চর মাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন সরমান মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মনোরম পরিবেশে আরো সুন্দর পাঠ দান করার জন্য অনুরোধ করেন।