অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


রাশিয়ার পুলিশ স্টেশনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে : মস্কো


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

২২০

ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক এলাকায় একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহতা হয়নি। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ইউক্রেন বাহিনী রাতে ট্রুবচেভস্কি জেলায় হামলা চালিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই জেলার একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত না হলেও স্টেশনটির জানালার গ্লাস ভেঙ্গে পড়েছে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রাশিয়া রোববার বলেছে, তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের বিভিন্ন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভের এসব ড্রোন হামলায় রাজধানীতে দুটি অফিস টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্বল্প সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়।

সুত্র বাসস





আরও...